রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
প্রশ্ন: জনমুখে প্রচলিত যে, যদি কেউ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। একথা ঠিক কিনা, জানিয়ে বাধিত করবেন?
উত্তর: আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখা বড় সৌভাগ্যের বিষয়।
হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। (সহিহ মুসলিম, হাদিস: ৬০৫৬)
কিন্তু কেউ শুধু আল্লাহর রাসুলকে (সা.) স্বপ্নে দেখলেই সে জান্নাতে প্রবেশ করবে, এমন কথা ঠিক নয়।
হ্যাঁ, এমন স্বপ্নের কারণে জান্নাতে প্রবেশ করার আশা অবশ্যই করা যেতে পারে। বাকি নিশ্চিত করে বলা যায় না।
সূত্র: সহিহ বুখারি ও মুসলিম