শনিবার, ১০ মে ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে প্রেসক্লাব সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা বিদায়ী সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী,সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব,সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া,সাংবাদিক আবদুল মজিদ,কুমার প্রদীপ ও একেএম আমিনুল ইসলাম। সভায় নাসিরনগর প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি উপহার দিবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস্যদের কাছ থেকে আবেদনপত্র আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীকে আহবায়ক করে সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব ও একেএম আমিনুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।