রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে কম্পিউটার দোকানের নামে অশ্লীলতা পর্নোগ্রাফির অপরাধে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে উপজেলার ডাইকের বাজারে কম্পিউটার দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে প্রমাণসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
পরে আটককৃত তোফায়েল আহম্মেদকে শুধু বসে থাকার অপরাধে মূচলেকা নিয়ে অব্যাহতি দেয়া হয়।
আরেকজন রুহেলকে দেখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং মো: বদরুল হোসেন পর্নোগাফি বিক্রয়, ভাড়া, বিতরণ এবং সরবরাহ করার অপরাধে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।