শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা প্রকাশিত দাশপাড়া গ্রামের ওয়ারিস উল্লার বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিয়া বেগম (১০) উমরপুর ইউপির বড় ইসবপুর গ্রামের মাইক্রো চালক হেলাল মিয়ার মেয়ে। তারা এখানে ভাড়া থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী।
পুলিশ জানায়, দুপুরে ভবনের তিনতলার ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল নাদিয়া। দুইটার দিকে নাদিয়া হঠাৎ ছাদ থেকে নিচে পাকা ড্রেনে পড়ে যায়। এরপর গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় নাদিয়ার।