করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জম্মদিন পালিত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল করিম মনির ৮৩ তম জম্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগেরর উদ্যোগে স্থানীয় ডাকবাংলো মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ আহবায়ক মো: রায়হান আলী ভূইঁয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব ও মোজাম্মেল হক দানার যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, নব-নির্বাচিত ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল,প্রচার সম্পাদক লতিফ হোসেন,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা লীগের নেত্রী ও নব-নির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস। স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ মহিদুজ্জামান টিটু। সভায় বক্তব্য রাখেন,যুবলীগ নেতা ও চাপরতলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মনসুর আলী, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,যুবলীগ নেতা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ শিবলী,আল-কাউছার,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছিরউদ্দিন রানা প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ