শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
কামরুল হাসান: প্রকৃতিতে এখন হেমন্তকাল। দিনে মেঘলুপ্ত সূর্যের খরতাপ আর রাতে পড়ছে হালকা থেকে ঘন কুয়াশা। হঠাৎ চলে আসা এই ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। তবুও কেটে যাচ্ছে সময়। বছর ঘুরে ফের উপস্থিত ২৫ অক্টোবর, করাঙ্গীনিউজ এর শুভ জন্মদিন।
পেশাগত জীবনে করাঙ্গীনিউজ আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। অভিজ্ঞতা, মেধা, নিষ্ঠা আর শ্রমের ফসল করাঙ্গীনিউজ। মনে হয়, এই সেদিনের কথা। দেখতে দেখতে অবলীলায় একযুগ পেরিয়ে ১৩ তে পদার্পণ করছি আমরা।
আজ ২৫ অক্টোবর ভালোবাসার অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জন্মদিন।
হবিগঞ্জের ৯টি উপজেলায় দিনে কিংবা রাতে যখন যেখানে যা ঘটছে আমরা খোঁজ নিয়ে আপনাদের জানানো চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রাণান্তর এই চেষ্টা পাঠকের জন্য।
উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং স্বল্পশিক্ষিত-সব শ্রেণির পাঠক-পাঠিকার ভালোবাসা নিয়ে আমাদের এগিয়ে চলা। সবার মনের খোরাক করাঙ্গীনিউজ। কঠিন কথা সহজভাবে বলতেই আমরা পচন্দ করি। প্রকৃতি ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি।
করাঙ্গীনিউজ এর স্বপ্নদ্রষ্টা সিদ্দিকুর রহমান মাসুম বলেন- আমরা চাই সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ আর মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা। আমরা স্বপ্ন দেখি করাঙ্গীনিউজ ছাপা পত্রিকায় বের হবে। আপনাদের আরো ভালোবাসা ফেলে আমাদের স্বপ্ন একদিন সত্যি হবে। সকলকে জন্মদিনের শুভেচ্ছা।
লেখক- বার্তা সম্পাদক, করাঙ্গীনিউজ