করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গ্যাসের মূল্যবৃদ্ধিসহ জনজীবনের সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তুলন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত এক কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির গ্যাসের মূল্য বৃদ্ধিসহ জনজীবনের জরুরী সমস্যা ও সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহবান জানান।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় শহরের কোর্টরোস্থ কার্যালয়ে জেলা এনডিএফ সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর গ্যাসের মূল্য বৃদ্ধির পক্ষে যে সাফাই গাওয়ার সমালোচনা করে বলেন বিশ্ববাজারে গ্যাসের মূল্য প্রায় ৫০ শতাংশ কমে যাওয়ার এই সময়ে গ্যাসের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকারের নীতি নির্ধারণের ব্যর্থতা ও লুটপাটের কারণে অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাস আমদানি করা হচ্ছে। অথচ সকল সরকারই ধারাবাহিকভাবে জাতীয়স্বার্থ উপেক্ষা করে গ্যাসসহ দেশের সকল প্রাকৃতিক সম্পদ সাম্রাজ্যবাদী বহুজাতিক সংস্থা হাতে তুলে দিয়েছে এবং দিচ্ছে। মাগুরছড়া ও টেংরাটিলা গ্যাসক্ষেত্র দূর্ঘটানার ক্ষতিপুরণ আজ পর্যন্ত কেন আদায় করা হচ্ছে না।

এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিকনেতা আব্দুন ছালাম, মোঃ হাসান মিয়া।

সভায় বক্তারা চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরাকারের প্রত আহবান জানান এবং একই সাথে সাংগঠনিকভাবে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

সভা থেকে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, বিনাবিচারে হত্যা-খুন-গুম বন্ধ, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও শ্রমিকস্বার্থ বিরোধী সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, বিকল্প ব্যবস্থা ছাড়া ঢাকার বিভিন্ন সড়ক থেকে রিকশা উচ্ছেদ বন্ধ, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ