শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর ২৮ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশ মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন সাঁই পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজাল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জিতু আহমেদ মাখন, মুখলেছুর রহমান, মুখলিছুর রহমান, মোহাম্মদ নুরুল হক, এম এ ওয়াহিদ, আজদু নিয়াজ, ফারুক দেওয়ান, শামিমুর রহমান মেম্বার, মিজানুর রহমান সুমন, ফখরুল হামিদ, দেলুয়ার হোসেন, জুসেফ হাবিব, আল আমিন, সিরাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। সব শেষে সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।