শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ অভিষেক শুরু হয়ে চলছে অভিষেক অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সুরুজ আলী ও সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিএিম সেবা), হবিগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তারেক মোঃ জাকারিয়া, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ এয়ারলিংক ক্যাবল নের্টওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কমিটির নতুন পুরাতন সদস্যবৃন্দ।
পরে সংগঠনের অভিষেক স্মরণিকা ২০১৯-২০ একটি বইয়ের মোড়ক উন্মেচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হবিগঞ্জসহ দেশের জনপ্রিয় শিল্পীগন গান পরিবেশন করবেন।
প্রঙ্গগত, গত ২৯ শে জুন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হয়।
সমঝোতার মাধ্যমে চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ওই দিন বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সহকারি নির্বাচন কমিশনার এমএ মজিদ।