রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারে ঐতিহ্যবাহি দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে “করোনা পরবর্তী শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক শিক্ষক -অভিভাবকদের মতবিনিময় সভা-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ মতবিনিয়ন সভা প্রতিষ্ঠানের অডিটরিয়ামে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, প্রধান শিক্ষক শায়েস্তাগনজ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ, আলহাজ্ব শফিক মিয়া মহলদার পরিচালক দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, শামীম আহমদ মেম্বার (চেয়ারম্যান পদপ্রার্থী, ৬ নং মিরপুর ইউনিয়ন পরিষদ) ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মো.আইয়ূব আলী।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে করোনাকালীন সময়ে শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক- অভিভাবকদের এক যোগে কাজ করার পরামর্শ দেন। এতে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।