সোমবার, ১২ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় সজলু মিয়া (৪৫) নামের এএক ব্যক্তি মারা গেছেন।
তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের ইছন মিয়ার ছেলে।
রবিবার সকালে দুবাইয়ের আজমানে একটি হাসপাতালে মারা যান তিনি ।
জানা গেছে, নবীগঞ্জের দুবাই প্রবাসী সজলু মিয়া রবিবার (৫সেপ্টেম্বর) সকালে আমিরাতের আবুধাবি আজমানে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন । এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে শেখ খলিফা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
পরিবারের উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল তার স্ত্রী জানান, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি এখন কিভাবে বাঁচবেন। নিহত স্বামীর লাশ দেশে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন।