শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরেরা কলেজের কলাসিপল গেইট, অধ্যক্ষের রুম, শিক্ষক রুম ও অফিস রুমের দরজা ভেঙ্গে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। তবে কখন এসব চুরির ঘটনা ঘটে জানেনা পাহাড়াদাররা। এসময় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কলেজের হিসাব রক্ষণ কর্মকর্তা মুহিত মিয়া, নাইট গার্ড ফিরোজ মিয়া, আহাদ মিয়া ও জুয়েল মিয়া।
জানা যায়, বৃহস্পতিবার কলেজের কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে যান অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। দিন শেষে রাতের কোন এক সময় পাহাড়াদারের চোঁখ ফাকি দিয়ে কলেজের কলাসিপল গেইট ভেঙ্গে দ্বোতলায় উঠে সব কয়টি অফিস ভাংচুর করে, কাজগপত্র তচনছ করে অফিসে থাকা ১ লক্ষ ১৭ হাজার টাকা নিয়ে যায় চুরেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার কেন টাকা ব্যাংকে জমা দেননি হিসাব রক্ষন কর্মকর্তা বিষয়টি ভাববার বিষয়। তিনি জানেন, শুক্র শনিবার ব্যাংক বন্ধ তারপরেও তিনি কেন টাকা অফিসে রেখে চলে যান। তিনি আরো বলেন, কলেজে সিসি ক্যামেরা না থাকায় আসল ঘটনা চাপা পড়ে যাবে। টাকা কি আসলেই অফিসে ছিল নাকি বাইরে রাখা হয়েছে সেটাই ভাবার বিষয়। নাকি টাকা আতœসাৎ করার নামে চুরির নাটক।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান জানান, শুক্রবার ভোররাতে পাহাড়াদার আহাদ আমার বাসায় গিয়ে কলিং বেল চেপে রুম থেকে বাহির করে কলেজে নিয়ে আসে। এসে দেখতে পাই আমার অফিস, শিক্ষক রুম, অফিস রুমের দরজার তালা ভাঙ্গা। তাৎক্ষনিক থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।
কলেজের সভাপতি বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাৎক্ষনিক একটি কমিটিও করেছি। বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামকে আহব্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সভাপতি।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।