• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দু’গ্রামের সংঘর্ষে আহত ৫০

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জের শহরতলীতে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইগ্রামের সংঘর্ষে  মহিলাসহ ৫০ জন আহত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের  গৌবিন্দপুর গ্রামের জাকির হোসেন (৪৮) এর বোরো ধানের জমিতে পার্শ্ববতী গ্রাম বোমাপুরের নসাই মিয়ার খামারের হাঁসগুলো বিচরণ করে।

 

এনিয়ে জাকির ও নসাই মিয়ার  মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতি শুরু হলে দুইগ্রামের লোকেরা  বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

আহতরা হলেন নসাই মিয়া (৩৫), জাকির হোসেন (৪৮), আব্দুল হাই (৪০), ইছাই মিয়া (৩২), ফাহিমা (৩০), এনামুল হক (২৬), জজ মিয়া (৪৮), সাইদুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৬), চনু মিয়া (১৮), বাচ্চু মিয়া (৪০), আব্দুল হান্নান (৩৬), সোগেরা খাতুন (৭০), আমীর আলী (১৯), শফিকুল ইসলাম (২৮),  আছকির মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন- অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ