সোমবার, ১২ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ ডেস্ক: পৃথিবীতে সবচেয়ে লম্বা চুলের অধিকারী কে? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম রয়েছে চীনের এক নারীর। কিন্তু একবারে বেশি পরিমাণ চুল দান করার রেকর্ড গড়েছেন জাহাব কামাল খান নামে পাক বংশোদ্ভূত মার্কিন ওই স্কোয়াশ খেলোয়াড়। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে সযত্নেই চুল বড় করেছিলেন তিনি। সম্প্রতি সেই চুল কেটেই দান করলেন একটি ফাউন্ডেশনে।
পেশাদার স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খানের (৩০) জন্য লম্বা চুল সামলে খেলাধুলা চালিয়ে যাওয়াটাও কম সমস্যা ছিল না। অবশেষে কেটে ফেললেন সেই সাধের চুল। সেই কাটা চুলের অংশ শিশুদের একটি সংস্থায় দান করে গিনেস বিশ্ব রেকর্ডেও ঠাঁই করে নিলেন এই তরুণী। বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি চুল দান করার রেকর্ড এখন তার।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর বয়সে সর্বশেষ চুল কেটেছিলেন জাহাব। চুলের কাটা অংশ তিনি যেসব শিশুর চিকিৎসার কারণে চুল উঠে যায় তাদের জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থায় দান করেছেন।
ইতিমধ্যে চুল দান করার ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন জাহাব। পাশাপাশি জানিয়েছেন নিজের মনের কথাও।
তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।