রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহমদ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি।
এ সময় লাখাই উপজেলা যুবদল নেতা মাহবুব মিয়াও জামিনে মুক্তি লাভ করে কারাগার থেকে বের হন।
এর আগে ঢাকা জজ কোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জালাল আহমদের আইনজীবি অ্যাভকেট শামসুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ২৫ জুন করা একটি বিস্পোরক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে তাদেে কারাগারে প্রেরন করে পুলিশ।