1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
পরীমণির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১২ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পরীমণির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১

করাঙ্গীনিউজ ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার (৭ আগস্ট) বিকাল ৪টায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিশা বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এছাড়া পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ ( শনিবার) কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীরা সমিতির অবস্থান জানতে চাইলে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা। তারা বলেন, ‘সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, এ ঘটনায় পরীমণির সদস্যপদ স্থগিত হতে পারে।’

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে রয়েছে। কিন্তু সেটি ভালো কাজে। কেউ অপরাধ কাণ্ডে জড়িত হলে সেই দায় সংগঠন নেবে না। শিল্পীদের মানুষ সম্মান করে। আমরা চাই না কেউ অপকর্মে জড়িত হয়ে সব শিল্পীর সম্মান নষ্ট করুক।’

তিনি আরও বলেন, ‘আজকের বিএফডিসি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈরি। তাঁর আদর্শে এটি গড়ে উঠেছে। আমাদের শিল্পী সমিতির সভাপতি ছিলেন- নায়করাজ রাজ্জাক, ফারুক ভাই, সোহেল রানা ভাইয়ের মতো গুণী ব্যক্তিরা। তাদের গড়ে দেওয়া আমাদের সংগঠন আজও শিল্পীদের কথাই চিন্তা করে। একজন শিল্পী থাকেন মানুষের আদর্শ হয়ে। যাকে দেখে দর্শকরা শিখবে, জানবে। কয়েকজন শিল্পীর জন্য যদি আমাদের সব শিল্পীর সম্মানহানি, সুনাম নষ্ট হয় তা আমরা কখনই মেনে নেব না।’

প্রসঙ্গত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কাজে লিপ্ত হন সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে সদস্যপদ ফিরে পাবেন। যদি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে আজীবনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ