করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে সুবীর নন্দী স্মরণ অনুষ্ঠান আজ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

বিনোদন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দী স্মরণে আয়োজন করা হচ্ছে সুবীর নন্দী স্মরণ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন সারদাহল ভবনের মহড়াকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

বুধবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

অনুষ্ঠানে স্মৃতিচারণ ও সুবীর নন্দীর গান তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করবেন সিলেটের শিল্পীবৃন্দ। অসংখ্য কালজয়ী বাংলা গানের গায়ক সুবীর নন্দী স্মরণ অনুষ্ঠানে সিলেটের সঙ্গীতপ্রেমী সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

উল্লেখ্য, প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী গত ৭ মে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ