• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশীর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১

মো. আব্দুর র‌হিম, সৌ‌দি আরব: সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দুই বছরে অন্তত তিন হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতেই দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদিতে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মারা গেছেন এক হাজার ৭৪১ জন।

সৌদির ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন। পশ্চিমাঞ্চলের ওই সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য রিয়াদ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি করোনায় মা.রা গেছেন বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে। এছাড়া প্রতিবেদনটিতে কনস্যুলেটের সেবা সংক্রান্ত আরও নানা তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ