শনিবার, ১০ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা শুরু হবে রাত পোহালেই। পশ্চিম আকাশে ঊদিত জিলহজ মাসের চাঁদ পশু কোরবানির তাগিদ দিয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের। এরমধ্যে ঈদ করতে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখো লাখো মানুষ। ঈদের ছুটিগুলো তারা কাটাবেন পরিবার-পরিজনদের সান্নিধ্যে।
বিজ্ঞাপন
আগামীকাল বুধবার সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর পথে পশু কোরবানি করবেন। তবে পশু এ ক্ষেত্রে প্রতীকমাত্র। লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ নিয়ে মনে যে পশু বাস করে, তাকে পরাভূত করাই পবিত্র ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য। ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টলাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।