শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
আকতার হোসেন ভূ্ইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ১৭ হাজার ৫৯৯ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ১০ কেজি করে ১৭৫.৯৯০ মেট্রিক টন ভিজিএফ‘র চাল বিতরণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নে ১,২ ও ৩ নং ওর্য়াডের অসহায় ও দুঃস্থদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো ছোয়াব আহমেদ হৃতুল চাল বিতরণের উদ্বোধন করেন।এসময় গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর,সাব ইন্সপেক্টর আরিফুর রহমান সরকার,উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবদুস সামাদ,মোঃ বাচ্চু মিয়া,ইউপি সদস্যগণ ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।
এবার গোর্কণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৭‘শ ৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিতরণ করা হবে।