শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা যুবলীগের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভার্চুয়ালিভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহবায়ক রায়হান আলী ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি
ভট্রাচার্য,প্রচার সম্পাদক লতিফ হোসেন,দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বাচঁতে সকলকে সামাজিক দুরত্ব বজায়
রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহবায়ক রায়হান আলী ভুইয়া বলেন জননেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র নির্দেশে মাস্ক,লিফলেট বিতরণসহ কোভিট-১৯ এর সকল কার্যক্রমে মাঠে জনগনের পাশে যুবলীগের
নেতাকর্মীরা রয়েছে।