রবিবার, ১১ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এসময় তক্ষক পাচারের অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে শহরতলীর শান্তিবাগ এলাকা থেকে প্রানীটি উদ্ধারের পর ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. মোশাহিদ মিয়া (৩৫), আলি হাসান মাসুক(৩০), আব্দুল ছালাম (৫৫), মো. অাফরোজ মিয়া(৩৫) ও মো: কাউছার মিয়া (২৪)।
সোমবার (৮ জুলাই) তক্ষকসহ ৫জনকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (ওসি) আব্দুছ ছালেক এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা তক্ষকের মুল্য ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) অাইন ২০১২ এর ২৪ এর (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।