1. nafiz.hridoy285@gmail.com : Hridoy Fx : Hridoy Fx
  2. miahraju135@gmail.com : MD Raju : MD Raju
  3. koranginews24@gmail.com : সম্পাদক : সম্পাদক
রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল, আতঙ্কিত আমজনতা! (ভিডিও) - করাঙ্গীনিউজ
  • Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১, ০৩:১৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১২ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল, আতঙ্কিত আমজনতা! (ভিডিও)

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কোনো রূপকথার গল্প নয়, বাস্তবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহের দল! পেট জ্বলছে খিদে। অথচ খাবার নেই জঙ্গলে। অগত্যা খাবার খোঁজে ঘরছাড়া তারা। বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। খাবার খুঁজছে তারা। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এমনটা বাস্তবে ঘটে গেল ভারতের গুজরাটে। বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিছে, রাস্তাজুড়ে ঘুরে বেড়াচ্ছে সিংহের দল। সঙ্গে রয়েছে সিংহশাবকও। এমন দৃশ্য দেখে আতঙ্কিত আমজনতা।

ভিডিওতে দেখা যায়, গুজরাটের আমেরেলি জেলার রাস্তার ৫টি সিংহকে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে ২টি সিংহশাবকও রয়েছে। রাতের অন্ধকারে রাস্তার ধার ধরে হেঁটে বেড়াতে দেখা গিছে তাদের। অদ্ভুতভাবে সিংহগুলো আমজনতার কোনো ক্ষতি করেনি, না কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

 

স্থানীয় সূত্রে খবর, পিপাভাও এলাকার রাস্তা ধরে হেঁটে বন্দর এলাকায় পৌঁছে যায় তারা। বন্দরে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়েই বন্দরে হাজির হন বনকর্মীরা।

উল্লেখ্য, ভারতের গুজরাটের আমরেলি জেলাতেই রয়েছে গির অরণ্য। আর এই অরণ্যই সিংহদের নিরাপদ বিচরণভূমি। এদিকে চলতি বছরে সেই অরণ্যে সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী, ৭১০ থেকে ৭৩০টি সিংহ রয়েছে এই অরণ্যে। বনকর্মীদের একাংশের দাবি, জঙ্গলে খাবার না পেয়েই লোকালয়ে বেরিয়ে এসেছে সিংহের দল। তবে তারা মানুষের কোনো ক্ষতি করেনি। পরে ফের জঙ্গলেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। এর আগেও এমন দৃশ্য দেখা গেছে গুজরাটে। রাস্তায় আটকে পড়েছিল গাড়িও!

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ