করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, ভেঙ্গে গেল ইঞ্জিনের পাইপ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০১৯

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়ার মনু ব্রিজের কাছে পৌঁছামাত্র একটি গরুকে ধাক্কা মারে। এ সময় গরুটি তাৎক্ষণিকভাবে মারা যায়। পাশাপাশি ট্রেনটির ইঞ্জিনের সামনের একটি হুইস পাইপ ভেঙে যাওয়ায় ঘটনাস্থলে থেমে যায়।

রোববার বিকাল সাড়ে ৬টার দিকে মনু রেল স্টেশনের পাশে এই ঘটনাটি ঘটে।

এর আধা ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের পর ট্রেনটি আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জয়ন্তিকা ট্রেনের যাত্রী ইমরান আশরাফ জানান, আমি কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেই। পথিমধ্যে মনু ব্রিজের পাশে গরুকে ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিনের একটি পাইপ ভেঙে যায়।
মেরামত শেষে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনের ফেটে যাওয়া হুইস পাইপ বদল করে ট্রেনটি সন্ধ্যা সোয়া ৭টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

কুলাউড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুহিব উদ্দিন বলেন, ‘কুলাউড়ায় ট্রেনটি আসার সময় ছিলো সাড়ে ৬টা কিন্তু কুলাউড়ায় প্রবেশ করেছে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। ’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ