শনিবার, ১০ মে ২০২৫, ১০:২০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবলে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুৃধবার বিকেলে করাঙ্গীনিউজ এর আঞ্চলিক কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
দৈনিক যায়যায়দিনের বাহুবল প্রতিনিধি হুমায়ূন কবীরের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তারা মিয়া, মিরপুর ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান প্রত্যাশি শামীম আহমদ, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক ফারুকুর রশিদ ফারুক, বাহুবল প্রেসক্লাব সেক্রেটারী সিদ্দিকুর রহমান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেব আলী, বাহুবল প্রবাসী উন্নয়ন ফোরামের উপদেষ্টা সদস্য কাশেম তালুকদার প্রমুখ।
কেক কাটা অনুষ্ঠানে বক্তারা পত্রিকার প্রতিনিধি হুমায়ূন কবীরকে নিয়ে ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, উপজেলার শতভাগ সৎ সাহসী সাংবাদিকতার দিগপাল তিনি। সত্য বলতে ও লিখতে পত্রিকা তথা প্রতিনিধি কুন্টোবোধ করে না। তারা সু নামধন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।