শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরে হুরল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেঠাগ্রামের দক্ষিণ পাশে হুরল বিলের মাঠে দেশীয় প্রজাতির মাছের ৪৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা
হালিমা খাতুন এসব পোনা অবমুক্ত করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল,উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, উপজেলা আওয়ামীলীগের
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন,সম্প্রসারণ কর্মকর্তা সজিব কুমার চৌধুরী,ক্ষেত্র সহকারী শরীফা বেগম,ইউপি সদস্য তসু দাসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়,২০২০-২১ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম ফেজ-২ এর আওতায় উপজেলার উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির অংশ হিসেবে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহন করা হয়।
হ