করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৪ জুন, ২০২১

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস
চেয়ারম্যান রুবিনা আক্তার,নবাগত থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-
উচ্ছেদ,মাদক-জুয়া,চুরি ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিংসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে
গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

মাসিক সভায় নবাগত ওসি হাবিবুল্লাহ সরকার বলেন আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগনের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইন-শৃংখলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেন।

সভায় নবাগত ওসি হাবিবুল্লাহ সরকারকে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও ইউএনও হালিমা খাতুন ফুল দিয়ে বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ