করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চলছে যৌথ গ্রন্থ ”মশাল“ এর প্রি-র্অডার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

গল্প-কবিতা কখনও জীবনকে স্পর্শ করে। আবার কখনও জীবনকে ছাপিয়ে যায়।

গল্প সবসময় সরল পথে এগোয় না। মাঝে মাঝে মোড় পরিবর্তন করে। আবার কখনও কখনও গল্প গন্তব্যে পৌঁছায় না। তবে একটা ইঙ্গিত রেখে যায়। কিংবা একটু হলেও আলো ফেলে যায়।
আর কবিতা…
কবিতার কথা খুব সহজে বলা যায় না, বুঝে নিতে হয় নিজ থেকে। কিছু কথা শূন্যে মিলায়, কিছু কথা স্বপ্ন নামায়, কিছু কথায় মশাল জ্বলে আবার কিছু কথায় ভালোবাসার ফুল ঝরে।
এরকমই কিছু গল্প ও কাব্যের মিছিলে সৃষ্টি হয়েছে “মশাল” গ্রুপের প্রথম প্রয়াস ‘মশাল’ যৌথ গ্রন্থটি। যেখানে ১৫০ জন লেখক খুবই দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন নিজের ভেতরের অনুভূতি গল্প ও কাব্য আকারে। তরুণ, নবীন/উদীয়মান ১৫০ জন লেখকের অসাধারণ লেখা জয় করবে সবার মন, জ্বালাবে মশালের আলো।

বইয়ের নাম: মশাল
সম্পাদনায়: মুহাম্মদ উসমান
সংকলনে: ইয়াসমিন রিমা
ধরণ: যৌথ অণু কাব্য ও অণুগল্প সংকলন
প্রচ্ছদ: মেহজাবিন মায়া
প্রকাশনা: প্রহেলিকা প্রকাশনী

মলাট মূল্য: ৩২০৳
৪০% ছাড়ে এক কপির প্রি-অর্ডার মূল্য ১৯০ টাকা।
(কুরিয়ার চার্জ সহ ২২০ টাকা)

★ প্রি-অর্ডার চলবে ২৫ মে পর্যন্ত।

★ বিকাশ+নগদ- 01715774573 (পার্সোনাল)

প্রি-অর্ডার কনফার্ম করতে উপরোক্ত নাম্বারে কল দেন।
অর্ডার কনফার্ম হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পাঠানো হবে।

মশাল জ্বলুক, আঁধার কাটুক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ