• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বোরো ধানে ক্ষতি ১৭ কোটি

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের ছয় উপজেলায় অতিবৃষ্টি ও শিলাবৃষ্টিতে তিন দফায় তিন হাজার ২৫০ হেক্টর বোরো জমির ফসল নষ্ট হয়ে প্রায় ১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভাব্য পাঁচ হাজার ৫২৮ মেট্রিক টন চাল উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে কৃষক। যার বাজার মূল্য ১৬ কোটি ৮২ লাখ টাকা।

হবিগঞ্জ জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথম দফায় (০৩ এপ্রিল) হবিগঞ্জ সদর, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, মাধবপুর ও আজমিরীগঞ্জ উপজেলায় ৭৩৫ হেক্টর বোরো জমি অতি বৃষ্টিতে আক্রান্ত হয়। এর মধ্যে ৬৫৩ হেক্টর জমি সম্পূর্ণ তলিয়ে সাত কোটি ৬৫ লাখ টাকা মূল্যের দুই হাজার ৪৬৮ মেট্রিক টন চালের ক্ষতি হয়। ফলে তিন হাজার ৩৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন।

এছাড়াও ১৫০ হেক্টর জমির সবজি পানিতে আক্রান্ত হয়। এর মধ্যে ১৩০ হেক্টর জমি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় এক হাজার ৩১০ মেট্রিক টন সবজি নষ্ট হয়। যার বাজার মূল্য এক কোটি ৯৬ লাখ টাকা। এতে এক হাজার ৯৮০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন।

দ্বিতীয় দফায় (১৫ এপ্রিল) অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ৪৫৫ হেক্টর বোরো জমি আক্রান্ত হয়। এর মধ্যে ৪০০ হেক্টর জমি সম্পূর্ণ বিনষ্ট হয়। ফলে এক হাজার ৫২০ মেট্রিক টন চাল বিনষ্ট হয়ে চার কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত হন দুই হাজার ৭৫৬ জন কৃষক।

তৃতীয় দফায় (১৯ এপ্রিল) নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় শিলাবৃষ্টিতে দুই হাজার ৭০ হেক্টর বোরো জমি আক্রান্ত হয়। এর মধ্যে ৩৬০ হেক্টর জমি সম্পূর্ণ নষ্ট হয়। ফলে এক হাজার ৪৪০ মেট্রিক টন চাল বিনষ্ট হয়, যার বাজার মূল্য চার কোটি ৪৬ লাখ টাকা। এতে ক্ষতির শিকার হন নয় হাজার ৯০ জন কৃষক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ