শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়েল (২৪) নামে যুবক গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাত ১টায় ড্রাইবার বাজারে নিহত যুবকের খালার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জুয়েল নছরতপুর গ্রামের সিরাজ আলীর পুত্র।
জানা যায়, নিহত জুয়েল মিয়া ড্রাইবার বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক শাহজাহান মিয়ার স্ত্রীর বোনের পুত্র। তাদের বাসায় থেকে সে ড্রাইবার বাজারে ডিলারশীপের ব্যবসা করে। প্রতিদিনে ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় যায়। বাসার লোকজন তাদের আত্মীয়ের বাসায় গেলে সুযোগ বুঝে জুয়েল ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।