• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে গণতান্ত্রিক মহিলা সমিতির সভা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: জাতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও চাল, ডাল, তেল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের মূল্য কমানোর দাবি করা হয়েছে। গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক দেলোয়ারা বেগমের সভাপতিত্বে ৩ জুলাই সন্ধ্যায় মৌলভীবাজারের কালেঙ্গা এলাকায় অনুষ্ঠিত সভা থেকে এই দাবি জানানো হয়।

সভায় সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যায়িত করে বলেন যখন বিশ্ববাজারে গ্যাসের মূল্য কমছে, পাশ্ববর্তী দেশে সিলিন্ডার গ্যাসের মূল্য কমানো হয়েছে সেই সময় সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যতিত সর্বক্ষেত্রে গ্যাসের মূল্য রেকর্ড পরিমান বৃদ্ধি করেছে। যার প্রভাব শিল্প উৎপাদন, পরিবহণ ব্যয়, বাড়িভাড়াসহ সর্বক্ষেত্রে পড়বে। দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনসাধারণের কাছে এই বর্ধিত মূল্যে বোঝা মরার উপর খাড়ার ঘায়ের শামিল।

নারী নেত্রী আম্বিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য ময়োয়ারা বেগম, কাঞ্চননেসা, রূমা বেগম, মমতাজ বেগম, ফিরোজা বেগম, শ্রমিকনেতা গিয়াস উদ্দিন, মাহমুদুর রহমান, খোকন মিয়া, ইদ্রিস মিয়া, মালু মিয়া প্রমূখ।

সভায় বক্তারা নারী নির্যাতন, হত্যা, খুন, গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন সাম্প্রতিক সময়ে তনু-নুসারত, সাগর-রুনিসহ একের এক চাঞ্চল্যকর হত্যা কান্ডের ঘটনা প্রচলিত বৈষ্যমমূলক সমাজ ব্যবস্থার অকার্যকতার প্রকাশ। নারী অধিকার, নারীর ক্ষমতায়, নারী উন্নয়ন নিয়ে নানা রকম গালভরা বুলি শুনালেও দেশের অধিকাংশ নারীরা, বিশেষত শ্রমজীবী নারীগণ কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, মজুরি বৈষ্যম ও নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গৃহকর্মে নিয়োজিত নারী শ্রমিকদের নেই কোন মজুরি কাঠামো, তেমনি নেই কর্মের নিশ্চয়তা ও নিরাপত্তা।

বক্তারা প্রচলিত শোষণমূলক সমাজ ব্যবস্থার বিপরীতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলাদালাল পূঁিজ বিরোধী জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার আহবান জানান। সভায় দেলায়ারা বেগমকে সভাপতি, আম্বিয়া বেগমকে সাধারণ সম্পাদক ও হারিজা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটি পূণঃগঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ