শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): “চাই সকল শিশুর আনন্দ উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ”প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষায় এক মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার, ঈদ বস্ত্র,মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে করোনা মহামারী থেকে রক্ষায় দেশবাসী ও বঙ্গবন্ধু পরিবারবর্গ এবং সমাজ
কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র জন্য বিশেষ দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা এখলাছুর রহমান। মিলাদ মাহফিল ও মাস্ক,ঈদ সামগ্রী বিতরনের সময় প্রভাষক নির্মল চৌধুরী,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মোঃ সাদ্দাম হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।