করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টাসহ ৭ সাংবাদিকের পদত্যাগ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং প্রেসক্লাব থেকে এবার উপদেষ্টাসহ ৭ জন সাংবাদিক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে বানিয়াচং প্রেসক্লাব থেকে তারা পদত্যাগ করেন।

পদত্যাগ পত্রটি বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের বরাবরে প্রেরণ করা হয়েছে।

পদত্যাগকারী সাংবাদিকগণ হলেন-বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা সর্দার আজিমুল হক স্বপন (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন ( দৈনিক সমকাল), সম্মানিত সদস্য দেওয়ান শোয়েব রাজা (দৈনিক দেশজমিন), আব্দাল মিয়া ( দৈনিক প্রতিদিনের বাণী),ইমদাদুল হক মাসুম (দৈনিক আমার হবিগঞ্জ), দিলোয়ার হোসেন (বাংলাদেশের আলো) ও তানজিল হাসান সাগর (দৈনিক আমার হবিগঞ্জ)।

গত ২০ মার্চ ভোরের কাগজের বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের নেতৃত্বে এ প্রেসক্লাব থেকে ৯ জন সাংবাদিক একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে প্রেসক্লাবের দফতর সম্পাদক তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক,দৈনিক আমাদের অর্থনীতির বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক খোয়াই’র সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমেদ আরজু গত ১৩ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে একই ক্লাব থেকে পদত্যাগ করেছিলেন। এ নিয়ে ৩ দফায় মোট ১৭জন সাংবাদিক বানিয়াচং প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ