• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে সাংবাদিক সোহেলের উপর হামলা

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে এক যুবতীর নিখোঁজ রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দুবৃত্তদের রোষানলে পড়েছেন সাংবাদিক সোহেল আহমেদ।

 

বুধবার সকালে ওই যুবতীর চাচা খুর্শেদ আলী ওই সাংবাদিককে ধারালো দিয়ে হত্যার চেষ্টা চালান। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় জিডি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের উত্তর ডুবাঐ গ্রামের সিরাজ মিয়ার পুত্র সোহেল মিয়া হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় বাহুবল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি উত্তর ডুবাঐ গ্রামের মৃত আছান উল্লার পুত্র খুর্শেদ আলীর এক ভাতিজি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। বিষয়টি এলাকায় রসালো আলোচনার জন্ম দিলে সাংবাদিক সোহেল আহমেদ রহস্য উন্মুচনের চেষ্টা চলান।

 

এতে খুর্শেদ আলী ক্ষিপ্ত হয় এবং সাংবাদিক সোহেল আহমেদকে হুমকী-ধুমকী প্রদান করে। সাংবাদিক সোহেল বিষয়টি স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ এলাকার মুরুব্বীদের অবগত করেন। এতে আরো ক্ষিপ্ত হয় খুর্শেদ আলী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় ডুবাঐ গ্রামের হারিছ মিয়ার দোকানের সামনে সাংবাদিক সোহেলকে পেয়ে খুর্শেদ আলী ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে সাংবাদিক সোহেল প্রাণে রক্ষা পান।

 
এদিকে, সাংবাদিক সোহেল-এর উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাহুবল মডেল প্রেস ক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান ডিজিটাল যুগে কাম্য নয়। সাংবাদিক সোহেলের উপর হামলাকারী দুষ্কৃতিকারী সেই অপচেষ্টাটিই করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ