শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও নাহিদা খানম সুর্মি’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্কের সাবেক চেয়ারম্যান মোঃ নুর উদ্দিন জাহাঙ্গীর।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকার নিউইয়র্কের নিউজ ম্যাগাজিন দিনবদলের প্রধান সম্পাদক সেলিম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রোটারিয়ান বাদল রায়, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট আলহাজ্ব সিরাজুল ইসলাম, রোটারিয়ান তবারক এ লস্কর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, নিউজ ২৪ ফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ, দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সোহেল, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৈনিক হবিগঞ্জের মুখ-এর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, জিটিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বিজয় টিভির ইলিয়াছ আলী মাসুক, বাংলাদেশ সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, ডেইলী টাইব্যুনাল এর জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক মাতৃভূমির খবরের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম মিজান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এমএ কাদির, দৈনিক আলোর জগতের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা শিউলী রানী দাস, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াছমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের জাকারিয়া চৌধুরী, প্রিয়ডটকমের জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, জাহিদুল হক ঝিলাম প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন- এনটিভি একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন- এই চ্যানেলটি অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি বিনোদনের দিক থেকেও চ্যানেলটি অনেক এগিয়ে রয়েছে। বক্তারা আরো বলেন- এনটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী শুরু থেকেই এ টেলিভিশনটিতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেলটির কর্তৃপক্ষ ও হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যাশা করেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এবং হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা শিউলী রানী দাশ তার দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।