রবিবার, ১১ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ‘হবিগঞ্জ অনলাইন পোর্টাল সম্পাদক পরিষদ’র সভাপতি সাংবাদিক কাজল সরকারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন পোর্টাল সম্পাদক পরিষদ।
মঙ্গলবার (৩০ মার্চ) সংবাদপত্রে এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এ ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হচ্ছেন, অনলাইন সম্পাদক পরিষদ’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জীবন (হবিগঞ্জ জার্নাল), সিদ্দিকুর রহমান মাসুম (করাঙ্গীনিউজ) শিব্বির আহমদ আরজু (তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম), সাখাওয়াত হোসেন টিটু (দৈনিক শায়েস্তাগঞ্জ ২৪.কম) ও আমির হামজা (দিনরাত)।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সংবাদ সংগ্রহের জন্য গেলে পথিমধ্যে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে আহত করে কতিপয় যুবক। এ ঘটনায় হবিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সাংবাদিক কাজল সরকার।