শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,সিলেট: সিলেটে একটি ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান মিতালী আবাসিক এলাকার কে ভি এম নুরুল আলমের ছেলে।
রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা জিল্লুরের ছোট ভাই জিয়াউর রহমান জানান, তাদের ছয় ভাইয়ের মধ্যে জিল্লুর ছিলেন সবার বড়। প্রায় ২০ বছর আগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে আসেন। এরপর থেকে চিকিৎসা চালিয়ে আসছিলেন তারা। সকালে পরিবারের অজান্তে জিল্লুর বাড়ির ছাদে উঠে নিচে পড়ে মারা যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে জিল্লুর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।