মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৮:০০ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মনতৈল গ্রামে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
আহতরা হলেন তারা বেগম (৫০) আমির মিয়া (৪০) বাছির মিয়া (৩০) নুর মিয়া (৪০) শফিকুল নুর (২০) সুহেল মিয়া (২৫) আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিদের উপজেলায় চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার মনতৈল গ্রামের সুহেল মিয়া (২৫) ও পাশ্বর্বতী বাড়ির আমির মিয়া এর পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জের ধরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন।