শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের খসরুপুর গ্রাম থেকে শিউলি আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১১টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
শিউলি ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান, ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। কেন সে আত্মহত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
শিউলির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।