শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ পর্যায়ের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৮ম পর্বের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন
কুমার পোদ্দারের সঞ্চালনায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন
আহমেদ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আমির আলী,বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন আহমেদ মিনু,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক।
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন নির্বাচিত
সুবিধাভোগী সুমন মিয়া ও শাকিয়া বেগম। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় নাসিরনগরে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ২২ ফেব্রুয়ারি। এ কার্যক্রমে নির্বাচিত সুবিধাভোগীর সংখ্যা ৫‘শ বেকার যুবক ও তরুণী।