শনিবার, ১০ মে ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হকের নেতৃত্বে বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকায় একটি অবৈধ করাতকল উচ্ছেদ হয়েছে।
জানা যায়, উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজডিহি গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. সেলিম মিয়া দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছিলো।
এমন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল হকের নেতৃত্বে বন বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, শ্রীমঙ্গল থানা পুলিশসহ কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকলের ২টি হুইল, ১টি প্লেইট, ১টি বাটিসেট, ১টি চাবি, ১টি ডিজেল ইঞ্জিন ও ১৫.৩৪ ঘনফুট গাছ জব্দ করে।