শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দি দৈনিক নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি পদে নিয়োগ পেয়েছেন শেখ অানিছুর রহমান।
দি দৈনিক নিউজ এর সম্পাদকের স্বাক্ষরিত একটি পরিচয় পত্রের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়।
শেখ অানিছুর রহমান হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামের বাসিন্দা।
তিনি বাহুবল প্রেসক্লাব ও মিরপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করে অাসছেন।
শনিবার সন্ধ্যায় মিরপুর প্রেসক্লাব সভাপতি সমুজ অালী রানার সভাপতিত্বে অানুষ্ঠানিক ভাবে এ কার্ড তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ অালী, বাহুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ সভাপতি নুরুল অামিন শাহজাহান, যুগ্ন সাধারন সম্পাদক অানোয়ার হোসেন, জেলা জাপা নেতা অামিনুল ইসলাম চৌধুরী ফারুক ও সৈয়দ মওদুদ প্রমূখ।