শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও পাখ-পাখালির অভয়ারণ্য প্রতি বছর শীত মৌসুমে অতিথি পাখিরা দলে দলে ছুটে আসে । ভোরের শিশির সিক্ত চারিদিকে সবুজ চা বাগানে পাখিদের কলতান পাখিপ্রেমী ও পর্যটকদের মুগ্ধ করে। অতিথি পাখিদের জলখেলি দেখতে সকাল-দুপুর-বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে তাদের অগোচরেই। ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও লেকের পানিতে ঝাঁপাঝাঁপি এ যেন এক অন্যরকম সৌন্দর্য। এ সব দৃশ্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের ১৮ নং সেকশনের চা বাগান বেষ্টিত চারিদিকে টিলায় নিচে এ লেকে শীত আসলেই আগমন ঘটে অতিথি পাখিদের। পাখিদের কলরবে কিচিরমিচির শব্দ আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও পানিতে ঝাঁপাঝাঁপিতে যেনো অন্যরকম সৌন্দর্যে সাজে লেকটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের কিচিরমিচির শব্দ আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে খুবই ভাল লাগে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের বিরক্ত না করতে দর্শনার্থীদের প্রতি আহবান জানান স্থানীয়রা তারা।
পাখি দেখতে আসা দর্শনার্থী আহমেদুজ্জামান আলম জানান, লেকের চারদিকে বনায়ন গাছ গাছালি রোপণ করা হলে অতিথি পাখিদের আবাসস্থল এবং বিচরণ করতে সুবিধা হত। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি কামনা করছেন।
‘এমন কাছ থেকে দেশের আর কোথাও অতিথি পাখি দেখা যায় না। বিভিন্ন স্থান থেকে আসা অতিথি পাখিদের অবাধ বিচরনের ব্যবস্থা করা হলে দিন দিন আমাদের দেশে পাখির সংখ্যা বৃদ্ধি পাবে। অতিথি পাখি যাতে অবাধে বিচরন করতে পারে সে দিকে সংশ্লিষ্টদের বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন । দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাদা বক, লালচে বক, ধনেশ পাখি, কালকোর্ট, পানকৌড়ি, সাপ পাখি, মচরংভূতি হাঁস, কাললেজ জহুরালীসহ নানা প্রজাতির অতিথি পাখিদের আগমন ঘটেছে পাত্রখেলা চা বাগানের এ লেকে।
পশ্চিমের সূর্য যখন পড়ন্ত শেষ বিকেলে আকাশ পানে বিলীন হয়ে যায়, পাখিরা তখন আপন ভূবনে ফিরে যায়। সন্ধ্যার এই দৃশ্য যে কোন পর্যটককে আকর্ষণ ও মনোমুগ্ধ করে তুলবে।