শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী ৮ম পর্বের ৫ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স(টিওটি) ও অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নাসিরনগর অফিসার্স ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিস এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মানিক মিয়া ।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনায় প্রশিক্ষকের করণীয় ও প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য কোর্সের নিয়মাবলী ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।