শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশিষ্ট ব্যবসায়ী শেখ আলীরাজ শীতার্ত অসহায়
ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
আজ সোমবার সকালে গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম নিজ বাড়ির আঙ্গিনায় আড়াই শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
ব্যবসায়ী শেখ আলীরাজের ব্যক্তিগত উদ্যোগে
তার মা-বাবা‘র আত্মার মাগফেরা কামনায়
জেঠাগ্রাম,ডিঘর,সূচীউড়া,চৈয়ারকুড়ি ও চটিপাড়া গ্রামের গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী হাজ্বী আবিদুর রহমানের সভাপতিত্বে জসিম উদ্দিন কোরবানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল।
বিশেষ অতিথি ছিলেন হাফেজ হুসাইন আহমেদ, এস এম শহীদুল্লাহ,এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ,কুমুদ রায়,ডাঃ পরেশ নাগ,শেখ জাহাঙ্গীর আলম,মোঃ ছোয়াব সর্দার,শেখমোনায়েম,মাহফুজ মিয়া,আবদুর রাজ্জাক,কাইসার পাঠান, সালাউদ্দিন, সৈয়দ পলাশ, কাউসার পাঠান প্রমূখ।
সভায় বক্তারা ব্যক্তির পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে শেখ আলীরাজের মা-বাবা ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র মা-বাবার আত্মার মাগফেরা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।