করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ৪টি আসনে বিএনপির ১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে হবিগঞ্জের ৪টি আসন থেকে ১৪ প্রার্থী বিএনপি’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দলটির নয়াপলন্টস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ৩ জন সম্ভাব্য প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, জেলা বি.এন.পি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, লন্ডন প্রবাসী বি.এন.পি নেতা শাহ মোজাম্মেল নান্টু ও শেখ মহিউদ্দিন আহমেদ।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। এরা হলেন, কেন্দ্রীয় বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, সৌদি আরব বি.এন.পি’র সভাপতি আহম্মদ আলী মুকিব আব্দুল্লাহ, জেলা বি.এন.পি’র সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জাতীয়তাবাদী আইনজীবি পরিষদ নেতা ও সাবেক এমপি জনাব আলীর পুত্র তকদির মোহাম্মদ বেনজির জনাব ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাকির হোসেন।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বি.এন.পি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আহমুদুর রহমান আব্দাল এবং জেলা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম। জানা গেছে, কেন্দ্রীয় বি.এন.পি’র সমবায়ক বিষয়ক সম্পাদক ও জেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি.কে গউছ আজ শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বি.এন.পি’র সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সাল, কেন্দ্রীয় বি.এন.পি’র নেত্রী ও সাবেক মহিলা এমপি শাম্মী আক্তার শিপা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম ও জেলা বি.এন.পি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ