করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এসএসসির ফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

করাঙ্গীনিউজ: মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ইতোমধ্যেই তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রস্তাবনায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ গুরুত্ব পেয়েছে।

মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় এবং ১৫ থেকে ১৯ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ