শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে ৭ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেল শুরু আজ রোবাবার থেকে।
আজ রোববার (২৪ জানুয়ারী) থেকে চলবে শনিবার (৩০ জানুয়ারী) পর্যন্ত। মিরপুর আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে এ তাফসির শুরু হবে।
তাফসিরের প্রথম দিন ২৪ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতী নুরুল্লাহ, শিক্ষা সচিব, বানিয়াগাও মাদ্রাসা। হযরত মাওলানা নুরুল হক, নবীগঞ্জী।হযরত মাওলানা কামরুল ইসলাম, ছাহেবজাদায়ে ওলীপুরী। হযরম মাওলানা মোহাম্মদ উল্লা, বিক্রমপুরী।
তাফসিরের দ্বিতীয় দিন ২৫ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা ফখরুল হাসান, মুহাদ্দিছ মিরপুর মাদ্রাসা। হযরত মাওলানা তাফহীমুল হক, হবিগঞ্জী। হযরত মাওলানাআবু ছালেহ সা’দী, রায়ধর। হযরত মাওলানা উবায়দুর রহমান হুজাইফি, ঢাকা।
তাফসিরের তৃতীয় দিন ২৬ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা শামসুল ইসলাম, লাখাই। হাকিমুন নফস আল্লামা মুশতাকুন্নবী, কুমিল্লা। হযরত মাওলানা মুশাহিদ আলী, উজিরপুরী। হযরত মাওলানা আব্দুর রব ফরিদী, ঢাকা।
তাফসিরের চতুর্থ দিন ২৭ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা জুনাইদ আহমদ, ছাহেবজাদায়ে বানিয়াগাও। হযরত মাওলানা মুজিবুর রহমান,চাঁদপুরী। হযরত মাওলানাড. আ ফ ম খালিদ হুসাইন, চট্রগ্রাম। হযরত মাওলানা লোকমান সা’দী, ঢাকা।
তাফসিরের পঞ্চম দিন ২৮ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা হেলাল আহমদ নোমানী, সিনিয়র শিক্ষক মিরপুর মাদ্রাসা। হযরত মাওলানা তোফায়েল আহমদ নোমানী, বি-বাড়িয়া। হযরত মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, ঢাকা। হযরত মাওলানা আবুল বাশার।
তাফসিরের ৬ষ্ট দিন ২৯ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মাহমুদুর রহমান সালিম,মুহাদ্দিছ মিরপুর মাদ্রাসা। শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম সাহেব, ওলীপুরী। হযরত মাওলানা আব্দুল হাই, হযরত মাওলানা মুফতী মনিরুল আলম, ঢাকা। হযরত মাওলানা হাফেজ আসজাদ আহমদ, ইমাম ও খতিব শাহজালাল (রহ) দরগাহ জামে মসজিদ, সিলেট।
তাফসিরের শেষ দিন ৩০ জানুয়ারী ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান মাদানী, শিক্ষা সচিব মিরপুর হুসাইনিয়া মাদ্রাসা। আল্লামা নুরুল ইসলাম, ওলীপুরী। হযরত মাওলানা ড. শহিদুল্লাহ ইবরাহীম পীর, উজ৭ানী। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, ঢাকা। আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুণা।
উত্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আল্লামা আব্দুল ওয়াহিদ, বানিয়াগাও।