করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

১০ মাস পর খুলল দিল্লির স্কুল

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার প্রায় ১০ মাস পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে শুধু দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেয়া হয়েছে। এছাড়াও স্কুলে আসার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে মা-বাবার অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও।

আগামী মার্চ-এপ্রিলে বোর্ড পরীক্ষার জন্য ব্যবহারিক ক্লাসসহ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতেই দিল্লির সরকার এভাবে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে করোনার মধ্যেই এভাবে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

অন্যদিকে স্কুলগেুলোকে করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ও গবেষণাগারে শারিরীক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। শিক্ষর্থীদের যথাযথ মানসিক সহায়তা দেওয়ার জন্যও শিক্ষকদের প্রতি নিদের্শনা দেওয়া হয়েছে।

ভারতের রাজস্থানেও সোমবার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ