• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

৪টি আসনে ২ ডজন আ’লীগের মনোনয়ন সংগ্রহ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৪টি আসনে প্রায় ২ ডজন নেতা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকারী নেতারা দলীয় মনোনয়ন পাবেন বলে আশাও প্রকাশ করছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) বর্তমান সংসদ সদস্য ও হুইপ মো. শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বর্তমান সংসদ সদস্য আব্দুল মতিন, সৈয়দ বজলুল করিম, শফিউল আলম নাদেল, অধ্যক্ষ এ.কে.এম শফি আহমদ সলমান, ডা. রুকন উদ্দিন, সাংবাদিক কামাল হাসান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম, আলী ওয়াজেদ খান বাবু, রফিকুল ইসলাম (রেনু মিয়া)।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) বর্তমান সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি এম.এ.রহিম (সি.আই.পি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, ভিপি আব্দুল আব্দুল মালেক তরফদার শোয়েব, সাইফুর রহমান বাবুল।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট পি.পি এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ নিয়ে জেলা আওয়ামীলীগের একাধকি নেতা জানিয়েছেন, উত্তোলন ও জমাদানের সময় থাকায় অনেকেই মনোনয়নপত্র এখন সংগ্রন করছেন। তাই জেলায় এখন পর্যন্ত একটি আসনে কতজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তা নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ছবি দেখেই তারাও সবার মত নিশ্চিত হচ্ছেন।

মনোনয়ন সংগ্রকারী অনেকেই এ প্রতিনিধিদের জানিয়েছেন, বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তাঁর পক্ষে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ